রিসোর্স ডাউনলোড করতে হলে আগামীর কথা ওয়েবসাইটে আপনার অবশ্যই একটি এ্যাকাউন্ট থাকতে হবে। নিচের "লগইন" বাটনে ক্লিক করে আপনার এ্যাকাউন্টে সাইন-ইন করুন অথবা "নিবন্ধন" বাটনে ক্লিক করে নতুন এ্যাকাউন্ট তৈরি করুন।
বিভাগ | শিশু উন্নয়নকর্মী কর্নার > নোটিশ |
Copyright Owner | Compassion International Bangladesh |
লেখক | Compassion International Bangladesh |
কম্প্যাশন কারিকুলামের সকল বয়সের শিশুদের ১ম বছরের সিলেবাস। এখানে বিষয় (ফোল্ডার) অনুযায়ী ক্রমানুসারে পাঠগুলোর তালিকা দেওয়া আছে। টিউটরগণ তাদের সুবিধা অনুসারে কোন পাঠ কবে কীভাবে পড়াবেন তা পরিকল্পনা করবেন।
প্রতি মাসে সর্বোচ্চ পাঠের সংখ্যা (সবগুলো ফোল্ডার মিলিয়ে)
সারভাইভাল (০-২ বছর): গৃহ পরিদর্শন (Home Visit) --> ২টি পাঠ
সারভাইভাল (০-২ বছর):দলীয় কার্যক্রম (Group Activity) --> ২টি পাঠ
সিডিএসপি: ৩-৫, ৬-৮ এবং ৯-১১ বছর --> ৮টি পাঠ
এ্যাডোলেসেন্ট: ১২-১৪ এবং ১৫-১৭ বছর --> ৪টি পাঠ
শিক্ষা, শারীরিক, সামাজিক ও ব্যক্তিত্ব রূপান্তর – এই ৪টি বিষয় মিলিয়ে ৩-১১ বয়সের জন্য প্রতি বছর মোট পাঠের সর্বোচ্চ পরিমাণ ৯৬টি এবং ১২-১৭ বছরের জন্য এর পরিমাণ ৪৮টি। তবে বয়স সীমা ও বছর ভেদে এই পরিমাণ কম বেশি হতে পারে।
এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য যে, বছরের কোন তারিখের বিশেষ দিবস বা অনুষ্ঠান নিয়ে কোন পাঠ থাকলে উক্ত দিবসের আগেই কাছাকাছি সময়ে শিক্ষার্থীদের সেটি শিক্ষা দান করার ব্যাপারে পরিকল্পনা রাখতে হবে।
আগামীর কথা
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত আগামীর কথা অনলাইন প্ল্যাটফর্মটি সেইসব ব্যক্তিসমূহের জ্ঞানার্জনে সহায়তা করে, যারা ঝুঁকিপূর্ণ শিশুদের সাথে কাজ করে। আমরা একটি বৈশ্বিক সম্প্রদায়, যারা শিশুদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনাকে একজন সাহায্যকারী হিসাবে আমাদের সাথে আপনার ধারণা, অভিজ্ঞতা, কর্মপন্থা এবং বিভিন্ন উপকরণ বিনিময় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যা বৈরি পরিবেশের মধ্যেও শিশুদের উৎসাহিত করতে সহায়তা করে।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত আগামীর কথা একটি অলাভজনক অনলাইন প্ল্যাটফর্ম (নিবন্ধন নম্বর ৫০১(c)৩)। এই প্ল্যাটফর্মের সকল পাঠ, উপকরণ, কোর্সসমূহ এবং আলোচনা শুধুমাত্র শিক্ষার জন্য ব্যবহৃত, লাভের জন্য নয়।