আপনার গোপনীয়তা ও নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের গোপনীয়তা নীতি ও নিরাপত্তা অনুশীলন এবং যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাকে সচেতন করতে এই গোপনীয়তা সংরক্ষণ বিবৃতি প্রদান করা হচ্ছে। এ বিবৃতিটি সহজে খুঁজে পেতে এটিকে আমাদের হোমপেইজে এবং আগামীর কথা ডটকম সাইটের প্রতিটি ওয়েবপেইজের নিচের দিকে রাখা হয়েছে। আপনি যখনই অনলাইন বা অফলাইনে আপনার ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য (যে তথ্যের দ্বারা আপনাকে চিহ্নিত করা যায়) আমাদেরকে প্রদানে আগ্রহী হবেন, আপনি নিশ্চিত থাকবেন যে, তা শুধুমাত্র আমাদের সাথে আপনার সম্পর্ককে জোরদার করতেই ব্যবহৃত হবে।
আগামীর কথা ডটকম ওয়েবসাইটে আপনার যোগাযোগের ক্ষেত্রে আপনি একটি এ্যাকাউন্ট খুলতে পারেন, যাতে আপনি এ সাইট থেকে উপকরণ ডাউনলোড করতে পারেন। এ এ্যাকাউন্টের জন্য অন্তত আপনার ই-মেইল ঠিকানা দিতে হবে; আপনার নাম ও সংগঠনের নাম দিতেও পারেন বা নাও দিতে পারেন।
তথ্য ব্যবহার ও তথ্য সরবরাহ বন্ধ রাখা
আপনার চাহিদা অনুধাবন করতেই আগামীর কথা ডটকম আপনার প্রদত্ত তথ্য ব্যবহার তথা আপনাকে ভাল সেবা প্রদান করছে। বিশেষত আপনার সাথে যোগাযোগ এবং আমাদের সেবাকে ব্যক্তিমুখী করতেই আমরা আপনার তথ্য ব্যবহার করে থাকি। তাছাড়া, আমাদের ওয়েবসাইট কিভাবে ব্যবহৃত হয় তা ভালভাবে বুঝতে এবং উন্নীত করতে থার্ড পার্টি এ্যানালিটিক্স ডাটা ব্যবহার করা হয়।
কাদের সাথে আমরা শেয়ার করি
আগামীর কথা ডটকম এর নীতিই হচ্ছে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা বা অন্যভাবে বললে যা আইনসিদ্ধ এবং সেবা প্রদানে যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত তথ্য ব্যবহার ও প্রকাশ না করা। আগামীর কথা ডটকম অন্যদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য প্রচার, বিক্রি বা লীজ প্রদান করে না। তবে, যে সকল পরিস্থিতিতে তৃতীয় পক্ষকে কোন কাজের প্রক্রিয়াকরণে নিয়োজিত করতে এবং সে সকল পার্টনার বা আমাদের আন্তর্জাতিক অফিসমূহে তথ্য হস্তান্তর করতে হয়, তারা অন্তত আগামীর কথা ডটকম এর সমপর্যায়ের সুরক্ষা প্রদান করতে সম্মত হবে বলে আমরা নিশ্চিত করে থাকি।
অন্যান্য উৎসের সাথে যোগসূত্র
অন্যান্য অনলাইন সূত্রের সাথে আমাদের ওয়েবসাইটের যোগসূত্র থাকতে পারে। আপনার সুবিধার জন্যই আমরা লিঙ্ক দিয়ে থাকি, তবে অন্যদের পরিচালিত অনলাইন সূত্রের তথ্য আমরা পর্যালোচনা, নিয়ন্ত্রণ বা মনিটর করি না। অন্য কোন অনলাইন সূত্রে যেখানে এই বিবৃতির সাথে লিঙ্ক থাকে না সেখানে এই গোপনীয়তা রক্ষার বিবৃতি প্রযোজ্য হয় না। তৃতীয় পক্ষের পরিচালিত তৎপরতা অথবা তাদের সাথে আপনার ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে আমরা দায়ী নয়। কাজেই, যখনই আপনি এ ওয়েবসাইট থেকে বের হয়ে আসবেন তখন প্রত্যেকটি সাইটের গোপনীয়তা রক্ষার বিষয়টি পর্যালোচনা এবং সেসব প্রয়োগের নিশ্চয়তা সম্পর্কে আপনার নিজস্ব ধারণা নিতে আমরা সুপারিশ করছি।
পছন্দ
আমাদের সাথে আপনি যে ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য প্রদান করেন আগামীর কথা ডটকম তা ব্যবহার বা শেয়ার করবে না। কোন কারণে যদি তা ব্যবহার করতেই হয় তবে প্রথমে আপনাকে তা অবহিত করা হবে এবং আপনার অনুমতি গ্রহণ করা হবে। একইভাবে আপনি যদি অযাচিত কোন বিপণন উপকরণ আমাদের নিকট থেকে নিতে আগ্রহী না হন, তাহলে আমাদেরকে তা অবহিত করতে পারেন এবং সেধরনের অনুরোধের প্রতি সম্মান প্রদর্শনে যা কিছু করার তার সবই আমরা করব।
উপযুক্ততা
ব্যক্তিগত তথ্য যে নির্ভরযোগ্য, সঠিক এবং সম্পূর্ণ তা নিশ্চিত করতে আগামীর কথা ডটকম যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। তথ্যের উপযুক্ততা নিশ্চিতে উক্ত তথ্য কি কারণে ব্যবহৃত হয়েছে তার আলোকে পদক্ষেপ গৃহীত হয়। আগামীর কথা ডটকম-এর নীতি হচ্ছে, যতক্ষণ প্রয়োজনীয়তা থাকে অথবা আইনে যতটুকু অনুমিত শুধুমাত্র ততক্ষণ বা ততটাই ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হয়।
অধিকার
আপনার এ্যাকাউন্ট ডাটায় অনলাইন এ্যাকসেস দিতে আমরা সর্বতোভাবে চেষ্টা করব যাতে আগামীর কথা ডটকম এ আপনার তথ্য হালনাগাদ বা সংশোধন করতে পারেন।
নিরাপত্তা
আপনার তথ্যের নিরাপত্তা বিধানে আগামীর কথা ডটকম প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের নিয়ন্ত্রণাধীন তথ্যের যে-কোন ক্ষয়ক্ষতি, অননুমোদিত অধিকার বা প্রকাশ, পরিবর্তন বা ধ্বংসের বিরুদ্ধে তার সুরক্ষা বিধানে আমরা প্রয়োজনমাফিক ইলেকট্রনিক, ভৌত ও পদ্ধতিগত নিরাপত্তা বাস্তবায়ন করছি। আমরা সাইটে লগিংয়ের জন্য কোড আকারে তথ্য বিন্যাস পদ্ধতি ব্যবহার করি। আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে আপনাকে একটি এ্যাক্সেস কোড, পাসওয়ার্ড বা একই ধরনের একক আইডেন্টিফাইয়ার ব্যবহার করতে হতে পারে। আপনার এ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের গোপনীয়তা আপনাকেই বজায় রাখতে হবে। যদিও আমরা আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সচেষ্ট, তথাপইন্টারনেটে কোন ডাটা সঞ্চালনই সম্পূর্ণভাবে নিরাপদ নয়। কেননা যেকোন ডাটা সঞ্চালনে কিছু ঝুঁকি থেকেই যায়, ব্যক্তিগত তথ্য এমনকি বাধাগ্রস্ত বা অভিগ্রহণ হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে কোন প্রতারণা ঘটলে আমরা কোন সময়সীমার মধ্যে আপনার আওতাধীন নিয়মসিদ্ধ উপায়ে আপনাকে বিজ্ঞপ্তি দিয়ে তা অবহিত করব।
সাইট নীতি, সংশোধন এবং প্রযোজ্যতা
আগামীর কথা ডটকম তার সাইট, পলিসি এবং ব্যবহারের শর্তাবলি যেকোন সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। এ সকল শর্তের যেকোনটি অকার্যকর, বাতিল অথবা প্রদান অযোগ্য কোন কারণে বাতিল বলে বিবেচিত হলে, সেই শর্তটি কার্যকর বলে মনে করা হবে যাতে অবশিষ্ট শর্তাবলির কার্যকারিতা অক্ষুন্ন থাকে।
কুকিসমূহ কি ব্যবহার করা হয়েছে?
সাইটে লগ ইন করতে এবং আপনার সেশন সম্পর্কে সাইটকে অবহিত রাখতে আপনাকে সহায়তা করার জন্য কুকি ব্যবহার করা হয়; যাতে আপনি সাইটে সংরক্ষিত উপকরণ ব্যবহার করতে পারেন।
কুকি কী?
কুকি হচ্ছে ডাটা ক্যারেক্টারের সিরিজ, যা ওয়েবসাইটে প্রোগ্রাম করা থাকলে ওয়েবসার্ভার আপনার কম্পিউটারের ব্রাউজার এপ্লিকেশন ফোল্ডারে সংরক্ষণ করে। আপনার মেশিনে একবার সংরক্ষিত হলে আপনাকে একক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে তা ওয়েবসাইটকে অনুমতি দিবে। তবে ব্যবহারকারীর হার্ড ড্রাইভ থেকে কুকি কোন ডাটা সংগ্রহ করে না।
আমার হার্ড ড্রাইভ থেকে কুকি কি অপসারণ করা যায়?
হ্যাঁ, অপসারণ করা যায়। তবে তা নির্ভর করে কোন ধরনের ওয়েব ব্রাউজার এবং কোন ভার্সনের ব্রাউজার আপনি ব্যবহার করছেন তার উপর। আপনার কুকি ফাইলে প্রপার্টি পরিবর্তন করতে পারেন যাতে কুকি আর ব্যবহার বা সংরক্ষণ না হয়। কুকি অপসারণ সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আপনার ব্রাউজারের সেটিংস পরখ করে দেখুন।
সর্বশেষ আপডেট অক্টোবর, ২০১৮