‘আগামীর কথা ডটকম’ কি?
কম্প্যাশন ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত ‘আগামীর কথা ডটকম’, সেইসব ব্যক্তিসমূহের জ্ঞানার্জনে সহায়তা করে, যারা ঝুঁকিপূর্ণ শিশুদের সাথে কাজ করে।আমরা এমন একটি বিশ্বব্যাপী সম্প্রদায়, যারা শিশুদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
কিভাবে আমি ‘সংযুক্ত হোন’-এ আলোচনা করব?
‘আগামীর কথা ডটকম’-এর হোম পেইজে ‘সংযুক্ত হোন’-এ ক্লিক করুন। ‘সংযুক্ত হোন’ পেইজে বর্তমানে যে সকল আলোচনা চলছে তার একটি তালিকা রয়েছে; আপনি যে বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক সেই বিষয় নিয়ে ইতিমধ্যে কেউ যদি আলোচনা করে থাকে তবে তা অনুসন্ধান বক্স থেকে খুঁজে পেতে পারেন, অথবা আপনি “আলোচনা শুরু করুন” বাটনে ক্লিক করে আলোচনা শুরু করতে পারেন।
কিভাবে আমি মোবাইলে "agamirkotha" app পেতে পারি?
গুগল প্লে-তে গিয়ে "agamirkotha" লিখে অনুসন্ধান করলে Android version app পাওয়া যাবে। বর্তমানে কোন iOS (Apple) version app পাওয়া যাবে না।